print this page

How to delete, block and unblock contact on imo

1 comments

UTorrent এর অনাকাঙ্খিত Ads মুছে ফেলুন

  • ধাপ ১: প্রথমে uTorrent open করুন , তারপর Options ট্যাব থেকে Preferences এ click করুন.
utorrent-prefferences
  • ধাপ 2: তারপর Preferences এর একবারে নিচে  Advanced এ click করুন এবং filter option টিতে  “offers” লিখে  এন্টার চাপুন.
turn-off-disable-ads-in-utorrent
  • ধাপ  3: এখন নিচে স্ক্রল করে " offers.left_rail_offer_enabled " "offers.sponsored_torrent_offer_enabled" এই দুইটি option এর false এ click করে ok করে বেরিয়ে আসুন| 
  • ধাপ  4: এখন  uTorrent কেটে আবার নতুন করে open করুন | দেখবেন এর অ্যাড দেখা যাবেনা|.
utorrent-without-ads
1 comments

VLC Media Player ব্যবহার করে ডেস্কটপ ভিডিও রেকর্ড করুন


  • প্রথমে VLC Player open করে Media তে Click করুন, তারপর  Open Capture Device  Click করুন.
open-capture-device
চয়ন
  • Capture Device  Tab Option থেকে  Capture mode , Desktop  নির্বাচন করুন 
select-capture-mode-as-desktop
চয়ন
  • নিজের ইচ্ছামত ফ্রেম রেট মান পরিবর্তন করে নিন |
set-desired-frame-rate
চয়ন
  • নিচে Play Button এর  dropdown মেনু  থেকে  Convert select করুন.
select-convert
চয়ন
  • পরবর্তী  window তে ,  Video – H.264 + MP3 (MP4) এই option টি সিলেক্ট করে নিন |
record-desktop-video-with-vlc-media-player
চয়ন
  • তারপর Destination file এ click করে নিজের ইচ্ছেমতো জায়গায়  recorded video saveকরতে পারবেন.
  • অবশেষে ভিডিও রেকর্ড করতে Start বাটন এ ক্লিক করুন.
  •  স্টপ বাটন এ ক্লিক করে  ভিডিও রেকর্ডিং বন্ধ করতে পারবেন |
stop-desktop-video-recording-vlc
চয়ন
0 comments

কিভাবে GMAIL এর মাধ্যমে বড় ফাইল পাঠাবেন

ধাপ ১:আপনার Gmail একাউন্টে সাইন ইন করুন এবং Compose বাটন এ ক্লিক করুন |
ধাপ ২: তারপর আপনি যাকে ইমেইল পাঠাতে চান তার ইমেইল ঠিকানা দিন| ইমেইল এর বিষয় দিন |তারপর নিচে Insert files using Drive option টিতে click করুন|
Send Large Files Via Gmail Step2
Send Large Files Via Gmail Step3
অবশেষে আপনার Google ড্রাইভ অ্যাকাউন্ট ফাইল আপলোড শুরু করার জন্য আপলোড  বাটন এ ক্লিক করুন.
Send Large Files Via Gmail Step4
ধাপ ৩: যখন ফাইল upload শেষ হবে , তখন ফাইল এর নাম দেখতে পারবেন | এখন শুধু send বাটন এ click করলে  আপনার মেইল টি চলে যাবে|



0 comments

অদৃশ্য ফোল্ডার (Invisible Folder) তৈরি করা

আমরা আমাদের প্রয়োজনে অনেক নতুন ফোল্ডার তৈরি করি । কিন্তু Hide না করলে প্রত্যেক ফোল্ডারই দেখা যাবে। Hide না করেও এমন ফোল্ডার তৈরি করা যায় যা দেখা যায় না । এখন আমরা দেখব কিভাবে এই অদৃশ্য ফোল্ডার তৈরি করা যায় ।
প্রথমে আমাদেরকে নাম ছাড়া ফোল্ডার তৈরি করতে হবে ।
নাম ছাড়া ফোল্ডার তৈরির নিয়ম :
১. প্রথমে একটি New Folder তৈরি করতে হবে ।
২. New Folder টির উপর Mouse এর Right button এ click করে Rename এ click করতে হবে ।
৩. Backspace চেপে New Folder নামটি কাটতে হবে ।
৪. তারপর কিবোর্ডের ALT key চেপে ধরে রেখে কিবোর্ডের সর্ব ডানে NUM pad এ ক্রমানুসারে 2 5 5  চাপতে হবে ।

৫. তারপর Enter এ click করলেই নাম ছাড়া ফোল্ডার তৈরি হয়ে যাবে ।
এবার আমরা দেখব কিভাবে ফোল্ডারে blank ICON দিতে হয় ।
১. ফোল্ডারটির উপর Mouse এর Right button এ click করে Properties এ click করতে হবে।
২. ডান দিকের Customize Option এ click করতে হবে।
৩. Change Icon option এ click করতে হবে।
৪. তারপর right arrow চিহ্নিত Button এ click করে কিছু Blank icon আছে তা খুজে নিতে হবে এবং তার উপর click করতে হবে।

৫. তারপর ok দিয়ে বেরিয়ে আসলেই আমরা দেখব যে ফোল্ডারটি আর দেখা যাচ্ছে না।
এখন পূর্বে যেখানে ফোল্ডারটি ছিল সেখানে Mouse এর Pointer নিলে দেখা যাবে যে এখানে একটি ফোল্ডার আছে। নয়ত ফোল্ডারটি দেখা যাবে না।
0 comments

GMAIL অ্যাকাউন্ট লগ আউট করুন দূরে বসেই

অনেক সময় আমরা আমাদের নিজের কম্পিউটার ছাড়া অন্য পিসি'তে জিমেইল লগ ইন করে থাকি। আর দেখা যায় অনেক সময় আমরা কাজ শেষে লগ আউট করতে ভুলে যাই। অথবা আমাদের দেশে দেখা যায় হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরে।এক্ষেত্রে পরে জিমেইল অ্যাকাউন্ট লগ আউট করা যাবে।

এজন্য যা করতে হবে: 

  1. প্রথমে আপনার gmail account এ log in করুন |
  2. এরপর স্ক্রল করে পেজের একেবারে নিচের দিকে ‘Details’ –এ ক্লিক করুন|
  3. এখানে দেখা যাবে অ্যাকাউন্টে আগের লগইনের বিস্তারিত |
  4. এর ঠিক উপরে দেখা যাবে সবগুলো সেশনের লগআউটের একটি বাটন |
  5. যদি কোনো ডিভাইস থেকে লগইন করে লগআউট না করা হয়, তাহলে এখানে ক্লিক করে সবগুলো থেকে
    লগআউট করে নেয়া যাবে।
1 comments

উইন্ডোজ দশের সেরা ১০

কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, এক্সবক্স—সবকিছুর জন্যই উইন্ডোজ ১০কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন, এক্সবক্স—সবকিছুর জন্যই উইন্ডোজ ১০আসছে মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম (ওএস) উইন্ডোজ ১০। এখনো ব্যবহারকারীদের হাতে এটা না পৌঁছালেও এর সুবিধার কথা জানা হয়েছে অনেকেরই। চলতি বছরের শেষদিকে বাজারে আসবে নতুন উইন্ডোজ। উইন্ডোজ দশের সেরা দশ সুবিধা জানা যাক এখনই।
আবার এসেছে স্টার্ট মেন্যু      
ফিরে এসেছে স্টার্ট মেনু
এক সঙ্গে একাধিক উ​ইন্ডোউইন্ডোজের প্রচলিত সংস্করণগুলোর গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল স্টার্ট মেনু। বাম পাশে থাকা এ বোতামটি হঠাৎ সরিয়ে নেয় মাইক্রোসফট। উইন্ডোজ ১০-এ আবার ফিরে আসছে স্টার্ট মেনু। নতুন মেনু আসছে নতুন সুবিধা নিয়ে। এতে ক্লিক করলে দুটি সুবিধা পাওয়া যাবে। যার এক প্যানেলে থাকবে পিন করে রাখা সফটওয়্যার এবং অন্য পাশে থাকবে সর্বশেষ ব্যবহৃত সফটওয়্যারগুলো। এ ছাড়া থাকছে পাওয়ার বোতাম, হাইবারনেট বা স্ট্যান্ডবাই এবং বন্ধ করার সুবিধাও। এটি ইচ্ছেমতো স্মার্টফোন, ট্যাবলেট বা ডেস্কটপেও রাখা যাবে।
ডেস্কটপেও কর্টানা

মাইক্রোসফটের কণ্ঠ নিয়ন্ত্রিত ভার্চুয়াল ব্যক্তিগত সহকারী ‘কর্টানা’ এবার উইন্ডোজ ১০-এর ডেস্কটপ সংস্করণেও ব্যবহার করা যাবে। কণ্ঠ দিয়েই নিজের কম্পিউটার নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট ফাইল, ছবি ইত্যাদি সহজেই খুঁজে পাওয়া যাবে। এ ছাড়াও তাৎক্ষণিকভাবে ই-মেইলও পাঠানো যাবে।
এক্সবক্স অ্যাপ
এক্সবক্স ওয়ান কিংবা অন্যান্য গেম খেলার জন্য বাড়তি কিছুর প্রয়োজন নেই। এবার উইন্ডোজ ১০ সংস্করণেই থাকছে এক্সবক্স অ্যাপ। ডিজিটাল ভয়েস রেকর্ডার সুবিধাযুক্ত এ অ্যাপে পছন্দসই গেম খেলা যাবে এবং গেমের নানা অংশ চাইলে সংরক্ষণের সুবিধাও পাওয়া যাবে।
স্পার্টান ব্রাউজার
প্রথম কোনো উইন্ডোজে ইন্টারনেট এক্সপ্লোরার থাকছে না। বদলে থাকছে নতুন ব্রাউজার ‘স্পার্টান’। এতে পাওয়া যাবে কর্টানা ব্যবহারের সুবিধা।
উন্নত মাল্টিটাস্কিং
মাল্টিটাস্কিং সুবিধা ব্যবহার করে একাধিক উইন্ডোজ চালানোর সুবিধা যুক্ত হচ্ছে দশে। নির্দিষ্ট একটি ডেস্কটপের পাশাপাশি একাধিক ডেস্কটপ তৈরির এ বৈশিষ্ট্য নতুন এক মাত্রা দিয়েছে এ সংস্করণটিকে। এ সুবিধাটি অনেকটা অ্যাপলের ওএসএক্স অপারেটিং সুবিধার মতোই যাতে নিজের কাজের সফটওয়্যার কিংবা অ্যাপ সহজে নিয়ন্ত্রণ করা যাবে।
ইউনিভার্সাল অ্যাপস
সফটওয়্যারকে বিভাগভিত্তিক ব্যবহারের সুবিধা নিয়ে মাইক্রোসফট এবার চালু করেছে ইউনিভার্সাল অ্যাপস নামের নতুন সুবিধা। এর ফলে পুরো অপারেটিং সিস্টেম, ছবি, ভিডিও, সংগীত, ম্যাপ, বার্তা আদান-প্রদান এবং ই-মেইল, ক্যালেন্ডার ইত্যাদি সুবিধাগুলো ডেস্কটপের পাশাপাশি ট্যাবলেট, স্মার্টফোনেও ব্যবহার করা যাবে। এসব কাজের তথ্যগুলো জমা হবে ‘ওয়ান ড্রাইভ’-এ সংরক্ষিত হবে।
অফিস অ্যাপে টাচ সুবিধা
মাইক্রোসফটের জনপ্রিয় অফিস সফটওয়্যারে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং আউটলুক ইত্যাদি প্রোগ্রামগুলোতে এবার যুক্ত হয়েছে স্পর্শ সুবিধা। এর ফলে এ প্রোগ্রামগুলো ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোন, ট্যাবলেটেও ব্যবহার করা যাবে।
কন্টিনিয়াম
হাইব্রিড ল্যাপটপ এবং ট্যাবলেটের উপযোগী উইন্ডোজ ১০ সংস্করণে যুক্ত হয়েছে নতুন এই সুবিধা। এর ফলে এ স্বয়ংক্রিয় সুবিধাটি নিজেই বুঝতে পারবে, কখন ব্যবহারকারী কি-বোর্ড কিংবা মাউস যুক্ত করছেন আবার কখন সেটি খুলে ফেলছেন। খুলে ফেললে চালু হবে টাচস্ক্রিন সুবিধাযুক্ত ট্যাবলেট উপযোগী ব্যবস্থা। এর সাহায্যে ভার্চুয়াল একধরনের কি-বোর্ড ব্যবহার করেই কাজ করা যাবে।
অ্যাকশন সেন্টার
সব ধরনের বার্তা বা নোটিফিকেশন এক জায়গায় পেতে এ সংস্করণে রাখা হয়েছে ‘দ্য অ্যাকশন সেন্টার’। এটি অনেকটা অ্যান্ড্রয়েড এবং আইওএসে চলা যন্ত্রে এক জায়গায় সব নোটিফিকেশন পাওয়ার সুবিধার মতোই।
ইউনিফায়েড সেটিংস
18
অন্য যন্ত্র ও কম্পিউটারের সেটিংস সুবিধা আলদা রাখতে উইন্ডোজ দশে থাকছে ইউনিফায়েড সেটিংস সুবিধা। এর ফলে একই অপারেটিং সিস্টেম বিভিন্ন যন্ত্রে ব্যবহার করলেও তেমন কোনো সমস্যা হবে না ব্যবহারকারীদের।
0 comments
 
Copyright © 2014. Solution - All Rights Reserved
Template Created by CHOION